Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

অদ্য  ২৬-০৫-২০১৫ ইং তারিখে রোজ মঙ্গবার  বিকাল ৩.০০ ঘটিকার সময় ১নং রাজারগঁাও (উঃ) ইউপি কার্যালয়ে উপস্থিত সভ্যগনের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান জনাব, মোঃ আবদুল হাদী মিয়া এর সভাপতিত্বে অদ্যকার সভা  অনুষ্ঠিত হইল।

আলোচ্য সূচীঃ  ১) ২০১৫-২০১৬ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা ও সিদ্ধামত্ম ।

                        ২) বিবিধ।

কার্য বিবরনী  ঃ১নং  আলোচ্য সূচির আলোকে সভাপতি সাহেব বাজেট প্রনয়নে আইনগত বিষয় সমূহ আলোচনা ক্রমে এবং সর্ব সাধারনের মতামতের প্রতিফলন আলোকে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট প্রণয়নের জন্য উপস্থিত সভ্যগনের প্রতি আহবান জানান। উপস্থিত সভ্যগন বিষয়টি নিয়ে বিসত্মারিত আলোচনা করেন। উক্ত সভায় উন্মুক্ত বাজেট সভার জনগনের মতামতের কথা তুলে ধরেন। সভায় ব্যাপক আলোচনা পর্যলোচনা ক্রমে অত্র ইউনিয়নের আর্থ সামাজিক দিক বিবেচনা করিয়া একটি খসড়া বাজেট তৈরী করে সভায় উপস্থাপন করেন।

উক্ত খসড়া বাজেটটি পরিÿামেত্ম কোন সংযোজন বিয়োজন না করে পরিষদের সদস্যও সদস্যাগনের সর্বসম্মতিক্রমে আমাগী ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ১,১২,২০,৭৮৫/- (এক  কোটি বার লÿ বিশ হাজার সাতশত পঁাচাশি) টাকা আয় ও সমাপনি জের সহ ১,১২,২০,৭৮৫/- (এক  কোটি বার লÿ বিশ হাজার সাতশত পঁাচাশি) টাকা ব্যয় ধার্য করা হয়।

সভায় আরকোন আলোচনা বিষয় না থাকায় সভাপতি  সাহেব সভা সমাপ্তি ঘোষনা করেন।